গাইবান্ধা প্রতিনিধি :
দুর্বৃত্তের ছুরিকাঘাতে গাইবান্ধার লক্ষীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ও লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ মাস্টার নিহত হয়েছেন।
এলাকাবাসী ও স্বজনরা জানান, বৃহস্পতিবার নির্বাচনে জয়লাভ করার পর শুক্রবার (১২ নভেম্বর) ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ তার ওপরে অতর্কিতে হামলা চালায় আরিফ নামে এক ব্যক্তি। সে মোটরসাইকেল থামিয়ে রউফ মাস্টারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী এগিয়ে আসেন।
পরে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান জানান, জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
















