বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: আসন্ন ২৮ শে নভেম্বর ইউপি নির্বাচনে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে ইউপি প্রার্থী আবুল মনসুর (আনারস) প্রতীক নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করেন।
শুক্রবার উপজেলার কাটিরহাট বাজারে এ মতবিনিময সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রার্থী আবুল মনসুর বলেন, ২০১১ সাল থেকে ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলাম।
ধলই ইতিহাসে সর্বোচ্চ ভোট আমিই পেয়েছিলাম। পরেরবার দলীয় সিদ্ধান্তে বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জামানের জন্য সরে দাড়িয়েছিলাম। তাকে সমর্থন দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলাম। আমি চেয়ারম্যান না থাকলেও এলাকাবাসীকে কখনো ছেড়ে যাইনি।
সুখে দুখে তাদের পাশে ছিলাম এখনো আছি। আসন্ন ইউপি নির্বাচনে গতকাল প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে ধলই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র আবুল মনছুর আনারস প্রতীক পাওয়ায় এক আনন্দ মিছিল শেষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জামাত শিবিরের মিথ্যে অপবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, আমি কি করেছি, কি করি তা জনগণ ভাল করে জানে।
ভোটের মাঠে মিথ্যে অপপ্রচার করে লাভ নেই। সুষ্ঠ নির্বাচন হলে বিগতবারের চেয়ে ১০ গুন বেশী ভোট পেয়ে নির্বাচিত হব। যদি এলাকাবাসী অন্য যে কাউকে নির্বাচিত করে তাতেও আমার আপত্তি নেই। তাকেই আমি সমর্থন দিব।
















