বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যতম সংগঠক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: সাইফুল আলম লিমন এর সৌজন্য নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেলওয়ে ষ্টেশন এসে আনন্দ রেলি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ও নগর যুবলীগের সংগঠক শরীফ আহমেদ সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবনেতা সাইফুল আলম লিমন এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো: রেজাউল আলম রনি, সুজয়মান বড়ুয়া জিতু, রবিউল হাসান রিপন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজা মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ নগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক শেখ ফরিদ আহমেদ ভূবন নগর কৃষকলীগের সংগঠক নজরুল ইসলাম চৌধুরী, ডবলমুরিং থানা শ্রমিকলীগের সভাপতি মো: হারুন, খুলশী থানা-শ্রমিকলীগের সভাপতি মো: শরীফ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মওলা সজীব, চুয়েট ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান নগর ছাত্রলীগের সদস্য ইফতেখার শায়ন ও নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।
















