হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে ৩শ পিস ইয়াবাসহ আবুল হাসনাত প্রকাশ লিটন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের চট্টগ্রাম জেলার (ক) শাখা।
বৃহস্পতিবার দিবাগত রাতে হাটহাজারীর ফতেপুর জামতল এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের হাটহাজারী সার্কেল( ক) উপ পরিচালক মো শাফিউর রহমান মাদক আইনে মামলা দায়ের করেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে লিটন কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩ শ পিচ উদ্ধার করা হয়। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের পুত্র।
















