চট্টগ্রামের বাঁশখালীর ধানী জমিতে একটি হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল দশটায় উপজেলার জলদী রেঞ্জের অধীনে চাম্বল বনবিটের অফিস কার্যালয়ের পাশে মৃত হাতিটির সন্ধান পায় বনকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
তিনি জানান, বনবিট কার্যালয়ের পূর্বপাশের ধানী জমি থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। হাতিটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে কি কারণে হাতিটির মৃত্যু হল। হাতিটির আনুমানিক বয়স ৩০/৩৫ বছর হতে পারে। তদন্ত শেষে হাতিটি মাটি চাপা দেওয়া হবে।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া জানান, মৃত হাতিটি সুতরহালের জন্য নমুনা সংগ্রহ করেছি। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে হাতিটির মৃত্যু হয়েছে।
এর আগে গত বছরের জুন মাসে বৈলছড়ি ইউনিয়নের অইব্যার খীল নামক পাহাড়ি এলাকায় এক বন্য হাতির অস্বাভাবিক মৃত্যু হয়। সম্প্রতি সাতকানিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে আরো একটি হাতির মৃত্যু হয়।
















