নিজস্ব প্রতিবেদক :
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
নিহতের নাম মো.শফি বলে জানা গেছে।
তিনি বলেন, ‘ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে মো. শফি নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গেছে। বিস্তারিত পরে জানানো হবে।’
ফটিকছড়ির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, নিহত ব্যক্তির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গা কাচের টুকরো পাওয়া গেছে।
















