গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কেন্দ্রে ভোট দিতে গিয়ে এক নারী অজ্ঞান হয়ে গেছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাদঁপুর ইউনিয়নের ভাওয়াল চাদঁপুর কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক অজ্ঞান হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি।
প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী মোল্লা জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসা ওই নারী অতিরিক্ত গরমের কারণে অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়েন।
তিনি আরও বলেন, খবর পেয়ে অন্য পুরুষ ভোটারদের সহযোগিতায় অসুস্থ নারীর মাথায় পানি দেওয়া হয়। তারপর তিনি সুস্থ না হওয়ায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।পরবর্তীতে স্বজনদের মাধ্যমে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
















