সীতাকুণ্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা পর অবরোধ তুলতে সক্ষম হয়। এ ঘটনায় মেম্বার প্রার্থী ফুরকান ও মাহবুবকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানিয়েছে, আজ ভোরে জোড়ামতল সরকারি প্রাথমিক কেন্দ্র দখল নিয়ে দুই মেম্বার প্রার্থীর সর্মথকরা মুখোমুখি হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষই পরস্পরের উপর গুলি চালায়। পরবর্তীতে এর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।
ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এই অবরোধকালে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিপক্ষে ধাওয়া করে। শেষে ঘটনাস্থল থেকে পুলিশ ফোরকান মেম্বার ও প্রার্থী মাহবুবকে আটক করেন।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক মেম্বার প্রার্থীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এই মুহূর্তে মহাসড়ক আর কোন অবরোধ নেই, যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (১০ নভেম্বর) থেকে গুন্ডে’র সলিমপুর, সোনাইছড়ি, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের সন্ত্রাসীদের মহড়ার পাশাপাশি প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটে চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
















