চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণসহ যাবতীয় কার্যক্রম চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় থেকে সোনালী ব্যাংক লিমিটেড-এ হস্তান্তর করা হয়েছে।
আজ ৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর মুরাদপুরস্থ জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম সোনালী ব্যাংক লিমিটেড লিঃ চট্টগ্রাম অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এয়াকুব মজুমদারের নিকট আজ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নথি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ এসময় উপস্থিত ছিলেন।
সরকারের প্রজ্ঞাপন মোতাবেক এখন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কার্যক্রম পরিচালনা করবেন সোনালী ব্যাংক লিমিটেড।
মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ জানান, আগে সমাজসেবা কার্যালয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম পরিচালনা করতো, বীর মুক্তিযোদ্ধারা সোনালী ব্যাংক থেকে তাদের ভাতা উত্তোলন করতো।
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে শুধুমাত্র সোনালী ব্যাংক লিঃ এ কার্যক্রম পরিচালনা করবেন এবং বীর মুক্তিযোদ্ধারা উপজেলা, জেলা ও মহানগরের অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা থেকে ভাতা উত্তোলন করবেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ যাবতীয় কার্যক্রমে সমাজসেবা কার্যালয়কে ধন্যবাদ জানান তিনি।
















