চট্টগ্রামের হালিশহরে গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ। তিনি বলেন, হালিশহরে গোডাউন বাজারের একটি বিপণিকেন্দ্রে আগুন লেগেছে।
পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আগ্রাবাদ স্টেশনের ৬টি ও বন্দর স্টেশনের ২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।
তিনি জানান, আগুনে একটি বিপণিকেন্দ্রের সেমিপাকা বেশ কিছু দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত ও হিসাব করে জানাতে পারব।
















