স্টাফ রিপোর্টার:
পার্বত্য জেলা রাঙামাটিতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার রায়ে মো. আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেসঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে , রাঙামাটি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মো.আবুল হোসেন জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্য গ্রামের মো.জামালের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবি রফিকুল ইসলাম জানান, গত ২০২০ সালের ২১ ডিসেম্বর রাঙামাটি শহরের আলম ডকইয়ার্ড এলাকার একটি বাসায় বাথরুমের দরজা পরিবর্তন করতে গিয়ে মামলার বাদীর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা করেন আবুল হোসেন। পরে ভিকটিমের চিৎকারে মামলার বাদীর ভগ্নিপতি মাস্টার এগিয়ে এলে অভিযুক্ত মো. আবুল হোসেন পালানোর চেষ্টা করে, তখন মাস্টার তাকে একটি কক্ষে আটক করেন। পরবর্তীতে বাদীর মামলার প্রেক্ষিতে পুলিশ আসামিকে গ্রেফতার করে।
সেই মামলায় তাঁকে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ৫ লাখ টাকা অর্থ দন্ড- এবং অনাদায়ে আরও ২ বছর কারাদ-ের রায় দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
















