সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে উপজেলার ১২নং খৈইয়াছরা ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুল হক জুনু (নৌকা প্রতীক) সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন।
সোমবার (৮ নভেম্বর) সকালে বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেনে এ মতবিনিময় করেন।
উক্ত সভায় সভাপত্বিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেম জাহাঙ্গীর ভূঁইয়া।
মতবিনিময় সভায় মাহফুজুল হক জুনুর বক্তব্যের শুরুতে উপস্থিত সকল সাংবাদিকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। খৈইয়াছরা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আগামী ১১ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে যেন নৌকার বিজয় হয় সে ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী (ঘোড়া প্রতীক) আমাকে নিয়ে অনেক মন্তব্য করছে এতে আমার কিছু যায় আসে না। ভালো খারাপ জনগণ বিবেচনা করবে। ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, এর সন্মান অক্ষুন্ন রাখতে আমি কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের পাশে চাই। সকলের দোয়া ও সহযোগিতায় ইনশাআল্লাহ নৌকার জয় হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় এবং জাতীয় মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী।
















