সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীর তীরে গভীর জঙ্গলে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
মাছধরা জেলেদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন রোববার রাতে বাঘটি উদ্ধার করে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, আমরা জেলেদের কাছ থেকে খবরটি জানতে পারি। সে অনুযায়ী সন্ধ্যায় বনের ৫০ নম্বর কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে মৃত বাঘটির সন্ধান পাই।
তিনি বলেন, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার কয়েকটি দাঁত পড়ে গেছে বলে আমরা সুরতহাল রিপোর্টে দেখেছি। মৃত বাঘটি ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সহকারী বন সংরক্ষক আরও বলেন, বাঘের বয়সকাল সর্বোচ্চ ১৫ বছর। বৃদ্ধ হলে বাঘ দৌড়াতে পারে না। ফলে দ্রুতগামী কোনো শিকারও ধরতে পারে না। বাঘটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
এদিকে জেলেদের একটি সূত্র জানিয়েছে, বাঘটি মারা গেছে কোনো ফাঁদে জড়িয়ে থাকার পর। তাদের ধারণা— হরিণ শিকারের জন্য চোর শিকারিরা যে ফাঁদ পেতে থাকে, তাতে জড়িয়ে বাঘটি মারা যেতে পারে। তবে বাঘটির বয়স অনেক হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
















