নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেন্সিডিল ও ২১টি বিয়ারের ক্যান সহ দুইজনকে আটক করেছে র্যাব – ৭।
রবিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার চক্রশালা গিরি চৌধুরী বাজার সংলগ্ন বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার।
আটককৃতরা হলেন – চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের জাফর আলমের পুত্র মোঃ জাহাঙ্গীর(২৭), ৯ নং ওয়ার্ডের মৃত নুরুল আমিনের পুত্র মোঃ তারেকুর রহমান(২৪)।
র্যাব সূত্রে জানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চালানোর সময় পটিয়া উপজেলায় কক্সবাজার গামী চট্রমেট্রো ন- ১১৮৫৬১ নাম্বারের একটি পিকআপকে থামার জন্য নির্দেশ দিলে ড্রাইভার এবং হেল্পার গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে ধাওয়া করে আটক করা হয়।
আচরনে সন্দেহ হওয়ায় পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে তারা। তাদের স্বীকারোক্তি মোতাবেক গাড়ি থেকে ৩টি পাটের বস্তা বের করা হয়। তার মধ্যে ২টি বস্তায় ৪৫০টি ফেন্সিডিল এবং অপর বস্তায় ২১টি বিয়ারের ক্যান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায় ফেন্সিডিল এবং বিয়ার গুলো তারা কুমিল্লা জেলার সুয়াগাজী সীমান্ত থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে আটককৃতদের মামলা রুজুপূর্বক পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
















