১২ দিন বন্ধ রাখার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের আরাকান সড়কমুখী র্যাম্পটি। পিলারে ফাটল দেখা দেওয়ায় গত ২৫ অক্টোবর রাতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
আজ ৭ নভেম্বর, রবিবার থেকে অটোরিকশা, সিএনজি, লেগুনার মতো হালকা যান চলাচল করছে। তবে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক ও সিটি বাস চলবে না বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরশেনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
তিনি বলেন, বিকেলে সবগুলো র্যাম্প একসঙ্গে খুলে দেওয়া হবে। তবে ফ্লাইওভার দিয়ে কোনো ভারী যানবাহন চলতে পারবে না। এ জন্য ফ্লাইওভারে ওঠার তিনটি মুখে ভেরিয়ার্ড বসানো হয়েছে, যাতে ভারী যানবাহন ফ্লাইওভারে উঠতে না পারে।
এর আগে ২৫ অক্টোবর রাতে ‘ফ্লাইওভারে ফাটল’ শিরোনামে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এরপর রাত ১১টা থেকে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়। পরদিন পরিদর্শনে গিয়ে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী নির্মাণ ত্রুটির কারণে এম এ মান্নান ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল দেখা দিয়েছে বলে মন্তব্য করেন। ওই দিন বিকেল পর্যন্ত প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানও বলেন, ভারি যানবাহন চলাচল অথবা নির্মাণকাজে ভুল থাকার কারণে পিলারে ফাটল ধরতে পারে।
ওই দিন সন্ধ্যায় তিনি আবার দাবি করেন, যেটিকে ফাটল বলে আলোচনা করা হচ্ছে, বাস্তবে সেটা ফাটল নয়, এটি ফলস কাস্টিং। এ ঘটনায় সিডিএ ও চসিক পরিদর্শনের পর পৃথক দুটি প্রতিবেদন দেন।
















