চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি ও শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসিকে বদলি করা হয়েছে। এর মধ্যে শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আলমগীর হোসেনকে কর্ণফুলী থানায় সংযুক্ত এবং শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ নাছির উদ্দীনকে পতেঙ্গা থানায় বদলি করা হয়েছে।
দুই ফাঁড়িতে তাঁদের দুই বছর অতিবাহিত হওয়ায় নিয়মিত বদলি হিসেবে এ আদেশ দেওয়া হয় বলে পুুলিশের এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। পাশাপাশি বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) এসএম মেহেদী হাসানও বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ আলমগীর হোসেনের স্থলে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামালকে দায়িত্ব দেয়া হয়েছে। একই সাথে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি মোঃ নাছির উদ্দীনের স্থলে দায়িত্ব দেয়া হয়েছে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আল মাহমুদ কে।
দুই ফাঁড়ির আইসিও বদলির বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুই আইসিই পুলিশের খুব চৌকস কর্মকর্তা ছিলেন। ফাঁড়িতে দায়িত্ব থাকাবস্থায় বহু ক্লুলেজ মামলার সুরাহা করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।