মহেশখালী উপজেলার ধলঘাটা পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন)রাত সাড়ে ১০ টার সময় ধলঘাটা বেগুনবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
শিশুটির নাম মোহাম্মদ শাকিল (৬) সে উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়া গ্রামের মুহাম্মদ ছলিম উল্লাহর ছেলে।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়,রাতে ভাত খাওয়ার জন্য মা শিশু পুত্রকে তালাশ করলে শিশুটিকে খুঁজে না পায়! কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসান।