আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল দশটায় বৈরাগ ইউনিয়নের মধ্য বন্দর প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু জাহেদ মোঃ সাইফুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার এইচ এম মুতাসির জাহিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ খালেক,বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাম চন্দ্র প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে ক্ষুদে ডাক্তাররা (শিক্ষার্থী) কৃমি নিয়ন্ত্রন বড়ি খাওয়ে দেন।
উল্লেখ্য , ৬ বছর বয়স থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের ৩০অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত স্কুলে কৃমি নিয়ন্ত্রন বড়ি খাওয়ানো হবে। এ কর্মসূচি সারাদেশে চলমান থাকবে।
















