নিজস্ব প্রতিবেদক :
উৎসব মূখর পরিবেশে আনোয়ারা উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২১ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে আনোয়ারা স্হানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক আজাদী পত্রিকার আনোয়ারা প্রতিনিধি একে. এম নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক দেশ রূপান্তরের আনোয়ারা প্রতিনিধি জাহেদুল হক। সাধারণ সম্পাদক পদে দৈনিক পূর্বকোণ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি হুমায়ুন কবির শাহ্ সুমন সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো. খালেদ মনছুর।
সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে টানা দুই ঘন্টা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- দৈনিক প্রথম আলো পত্রিকার আনোয়ারা প্রতিনিধি মো.মোরশেদ হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ডি এইচ মনছুর।
প্রসঙ্গত ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর আনোয়ারায় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম উপজেলার কর্মরর্ত সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়।
















