চট্টগ্রামের রাউজানে ডাক্তারের কাছে যাওয়া পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় রানী আকতার (৬২) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল পৌণে ৭টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কালু মরার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রানী আকতার উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামের আবুধাবী প্রবাসী মো. ইউছুপ প্রকাশ কালুর স্ত্রী।
নিহতের দেবর আবদুল মোনাফ বলেন, ‘আমার ভাবী শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তিনি আজ সকালে নোয়াপাড়া পথেরহাটে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তিনি কালু মরার টেক এলাকায় পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে ভাবী গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘ট্রাক ও চালক আমাদের জিন্মায় রয়েছে। নিহত মহিলার পরিবারকে মামলা দিতে বলা হয়েছে। মামলা দিলে মামলা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা, নিহত মহিলার স্বামী ইউছুফ দীর্ঘদিন দেশে থাকার পর গত দুই সপ্তাহ আগে তিনি আবুধাবী চলে যান।
















