নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের আরকান সড়ক অংশে একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের ঐ অংশে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
গতকাল সোমবার রাতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাটলের খবরটি ছড়িয়ে পড়লে চান্দগাঁও থানা পুলিশ যানচলাচল বন্ধ করে দেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুর রহমান জানান, আরকান সড়ক অংশে পিলারে ফাটল দেখা দেওয়ায় আমরা আপাতত মানুষ ও যানবাহন উঠানামা বন্ধ করে দিয়েছি।
এদিকে গত ২০১২ সালের ২৪ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে ১৭ জন নিহত হয়। হঠাৎ করে তিনটি গার্ডার নির্মাণের সময় ফ্লাইওভার (ওভারপাস) থেকে পড়ে যায়।
এর আগে ওই বছরের ২৯ জুন বহদ্দারহাটের এই নির্মাণাধীন ফ্লাইওভার থেকে ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডার ভেঙে পড়েছিল।
















