আনোয়ারায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, বিভিন্ন সূত্রে নিষিদ্ধ জাল বসানোর খবর পেয়ে দুপুরে অভিযান চালানো হয়। এতে নদীর মধ্যবর্তী বিভিন্ন স্থান থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
এসিল্যান্ড তানভীর হাসান চৌধুরী বলেন প্রজনন মৌসুমকে সামনে রেখে আনোয়ারায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ অভিযান চালিয়ে মা মাছ শিকারের জন্য বেশ কার্যকর জাল উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশেদুল হক,অফিস সহকারী এনামুল হক, কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের একটি দল সহযোগিতা করেন বলে জানান তিনি।
















