নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা বরুমছড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি বসতঘর পুড়ে গেছে।
বুধবার (০৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে বরুমছড়া ৬ নম্বর ওয়ার্ডের খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করছেন বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
















