চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় আবদুল সোবহান প্রকাশ (বাচা) (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে নাজিরহাট – হাটহাজারী রেললাইন সড়কের মিরেরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে পৌরসভার পুর্ব আলমপুর ফয়েজ আহমদ চৌধুরী বাড়ির মৃত ছালে আহমেদের পুত্র।
হাটহাজারী মডেল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোঃ আকরামুল হক বলেন, বুধবার সকালে নাজিরহাট – হাটহাজারী রেললাইন সড়কের পাশে চলাচলের রাস্তা দিয়ে মিরেরহাটে যাওয়ার সময় নাজিরহাট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মুখি ডেমু ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
















