কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ইবরার আহনাফ জারিফ নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল দশটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বটতলিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু জারিফ একই এলাকার মো. ইলিয়াসের ছেলে।
নিহত শিশুর চাচা মো. সিকদার বলেন, জারিফ তার দাদার সাথে বাড়ির পাশের দোকানে যায়। সেখান থেকে সে একা ফেরার পথে একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যান। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















