খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ জুন) বিকেলে পাতাছড়া ইউনিয়নের দাতারাম পাড়া এলাকায় পাহাড় কাটার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
এসময় রামগড় পৌরসভার কালাডেবা এলাকার আপন ব্রিকস এর মালিক মোঃ নাসির মিয়া, পিতা মোঃ আব্দুল হাই কে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৫০এর ধারা অনুযায়ী প্রাথমিকভাবে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পাহাড় না কাটার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। পাহাড় কাটা বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালতের কর্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।