দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমার অজুহাতে আবারও বাড়লো ভারতীয় পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ১০ টাকা। এর আগেও প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা দরে। আজ সোমবার তা ১০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকা।
সোমবার (৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমেছে। যার জন্য হিলির মোকামগুলোতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতাও কমে গেছে। আমদানি বাড়লে দাম কমতে পারে বলেও জানান তারা।
হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন নষ্ট হয়ে গেছে। যার জন্য ভারতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি করতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। যার জন্য দেশের বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।
















