বাবলু দাশ, হাটহাজারী: হাটহাজারীতে বর্ষা ফাউন্ডেশন এর উদ্যেগে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্টান সম্পর্ণ হয়েছে।
আজ (৩ অক্টােবর) রবিবার সরকারহাট বাজারস্থ নিজস্ব অফিস মিলনায়তনে অনুষ্টিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান লিটন কান্তি মহাজনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ড. শিপক নাথ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
শিমুল দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষা ফাউন্ডেশন এর উপদেস্টা সুলতানুল আলম চৌধুরী, ধলই ২নং ইউপি সদস্য শফিউল আজম, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক সমিতির সভাপতি বাবলু দাশ,
এস.এম জাহেদুল ইসলাম, মাষ্টার দিলিপ তালুকদার, হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের সাধারন সম্পাদক ছোটন দাশ, মানিক বড়ুয়া ও সুমন বৈষ্ণব প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আশরাফুল ইসলাম জনি,গীতাপাঠ করেন অভি দাশ ও ত্রিপিটক পাঠ করেন মানিক বড়ুয়া।
অনুষ্টানের শেষে বর্ষা ফাউন্ডেশন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সদস্যদের মাঝে অতিথিবৃন্দ বস্ত্র বিতরণ করেন।
















