বাংলাদেশে আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এসেছে। শনিবার (২ অক্টোবর) বিকেলে জার্মানি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলো পৌঁছায়। বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহকারী প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় এ চালান এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (ডিজিএইচএস) মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার বিমানবন্দরে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
ডিজিএইচএস সূত্র জানায়, বাংলাদেশ এখন পর্যন্ত ৫ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন এসেছে। প্রাণঘাতি বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় এখন পর্যন্ত ৮টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সরকার। সেগুলো হলো মডার্না, জনসন অ্যান্ড জনসন, করোনা ভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্ম।
















