ফটো এরিনা বাংলাদেশ এর উদ্দ্যেগে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২ দিন ব্যাপী স্ট্রিট ফটোগ্রাফি কর্মশালা ” ফেব ওয়ার্কশপ অন স্ট্রিট ফটোগ্রাফি ” চট্টগ্রাম নগরীর জামালখান “ওয়ান্স ওন প্লাটফর্ম” এ অনুষ্টিত হয়েছে।
২ দিন ব্যাপী এই ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জান্তিক পুরস্কারপ্রাপ্ত স্ট্রিট ও ডকুমেন্টারী ফটোগ্রাফার, বিচারক এবং ওয়ার্ল্ড প্রেস এর নমিনেটর জসিম সালাম।
উক্ত কর্মশালায় স্ট্রিট ফটোগ্রাফির প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে স্ট্রিট ফটোগ্রাফির সব দিক তুলে ধরা হয়। এ ছাড়া উপস্থিত ফটোগ্রাফেরদের ফটোগ্রাফি বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক।
প্রশিক্ষণের শেষ দিন সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষক জসিম সালাম সাথে আউটডোর ফটোশুট আয়োজন করা হয়। সেখানে প্রশিক্ষক কিভাবে স্ট্রিট ফটোগ্রাফি করা হয় সরাসরি দেখান। প্রশিক্ষক জসিম সালাম এর সাথে আউটডোর ফটোশুট সেশনটা শিক্ষার্থীদের কাছে একটা বিশাল পাওয়া। প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহনকারীর মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় আয়োজকরা জানান আলোকচিত্র শিক্ষা ও প্রসার এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন। ভবিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন প্রদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করা হবে বলে জানান আয়োজকরা। উল্লেখ্য এইটা ফটো এরিনা বাংলাদেশের ৩য় ফটোগ্রাফি কর্মশালা.
















