চট্টগ্রামের আনোয়ারায় তিনজন গরু চোরকে ধরে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন, কর্ণফুলী উপজেলার আক্কাস আলী (৩৮), কালুরঘাট এলাকার দিদার (২৪) ও বোয়ালখালী এলাকার মাহমুদ আলী (২৪)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে তিনজন চোর একটি গরু চুরি করে সিএনজিতে তুলে পালানোর সময় জনতা তাদের ধাওয়া দেয়। ওইসময় তারা খালে ঝাঁপ দিলে জনতা তাদের ধরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে থানায় তুলে দেয়। ওইসময় সিএনজিচালিত অটোরিকশা ও গরুটি জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, গরু চুরিকালে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।
















