সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চতুর্থ দফার দ্বিতীয় দিনে আজ ১৬ নং সাক্ষী হামজালালের অবশিষ্ট জেরা শুরু করেছে আসামি পক্ষের আইনজীবীরা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে বরখাস্তকৃত ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বুধবার (২৯ সেপ্টেম্বর) চতুর্থ দফায় দ্বিতীয় দিনের শুরুতে ১৬ নং সাক্ষীর জেরা শুরু করেছে আসামি পক্ষের আইনজীবীরা।
গতকাল ১৫, ১৬ ও ১৭ তম সাক্ষী যথাক্রমে ছেনুয়ারা বেগম, হাম জালাল ও সালেহ আহম্মেদের সাক্ষ্যগ্রহণ করা হয়। কিন্তু ১৬ নং সাক্ষীসহ কয়েকজনের জেরা অবশিষ্ট ছিল।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত বছর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। পরে মামলার তদন্ত ভার দেয়া হয় র্যাবকে। অন্যদিকে ঘটনার ৬ দিন পর ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য আত্মসমর্পণ করেন।
















