কুতুবদিয়ায় লেমশীখালীর বেড়ীবাঁধ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা, শনিবার সকালে স্থানীয়রা ০৯ নং ওয়ার্ডের বেড়ীবাঁধ এলাকায় এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওখান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। তবে মৃত ওই ব্যক্তির কোন পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন এখনো মৃত ব্যক্তির কোন পরিচয় জানা যায়নি। তবে পোস্টমর্টেমের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।