নগরীর ওয়াসার মোড় এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরিত হয়ে দোকান মালিক মোহাম্মদ বেলাল হোসেন (৫২) নিহত হয়েছেন
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দোকান মালিক মোহাম্মদ বেলাল হোসেন কুমিল্লাহর মনোহরগঞ্জ থানার বাইকাগাঁও গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক ( এসআই ) শামসুল ইসলাম বলেন, ওয়াসার মোড়ে গাড়ির টায়ারের হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দোকান মালিক বেলাল হোসেন নিহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
















