চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের একটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি পাইপগানসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭’-এর একটি দল অলিনগর সাকিনের নবী মেম্বার বাড়ির গোয়ালঘরের উত্তর পাশের ঝোপে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।
কাপড়ে মুড়িয়ে রাখা অবস্থায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—একটি ট্রিগারযুক্ত কালো রঙের দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ২০ দশমিক ৫ ইঞ্চি), আরেকটি দু’নলা শুটারগান (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি), একটি একনলা শুটারগান (দৈর্ঘ্য ১১ দশমিক ৫ ইঞ্চি), ১২ বোরের ১২টি সবুজ রঙের কার্তুজ, ১১টি দেশীয় ছুরি, দুটি রামদা ও একটি লাল রঙের বেসবল ব্যাট।
উদ্ধার করা এসব আলামত পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭’-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।
















