২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলুশান নেটওয়ার্ক (এসডিএসএন), গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনিস্টিউট ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করে।
সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইর্য়কে টেকসই উন্নয়ন বিষয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক কনফারেন্সে (ভার্চুয়াল) এ পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এ পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষে ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রসংসদের ভি.পি, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ ওয়াসিম উদ্দীন এর নির্দেশনায় ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রমির সভাপতিত্বে, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা শোভন চৌধুরী বান্টির সঞ্চালনায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সভায় ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা জাহিদুল প্রমি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন বর্তমানে বাস্তবে রুপ নিচ্ছে, তাকে সাধুবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ নাঈম, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান আকিব প্রমুখ।
















