বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তিনটি বেকারীকে জরিমানা করা হয়। অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পন্য উৎপাদন করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার সরকারহাট বাজার ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান। এ সময় ভোগ্যপণ্য আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালতে সরকারহাট ঘোষ সুইটস ৩০ হাজার, পৌরসদরস্থ আলাউদ্দিন বেকারী ৭৫ হাজার,খাজা বেকারীকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহঃ কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন,দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী গুলোতে পণ্য তৈরি করে আসছিল। মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি বেকারীকে সর্বমোট ২ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এসময় বিএসটিআইয়ের কর্মকর্তা মোঃ মুকুল মৃধা,জেরিন তাসনিম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৭) সিপিসি-২ হাটহাজারী ইউনিট এর অধিনায়ক মেজর মেহেদি হাসান অভিযানে সহযোগিতা করেন।
















