আগামীকাল শনিবার (৪ সেপ্টেম্বর) নির্ধারিত সময় পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগ্রাবাদ, স্টেডিয়াম, নিউমুরিং, রামপুর, বাড়বকুণ্ড, ষোলশহর, পটিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার সময় ও স্থান:
৪ সেপ্টেম্বর ২০২১
সকাল ৭টা থেকে দুপুর ১২টা-বারিক বিল্ডিং মোড় হতে বিদ্যুৎ ভবন, বিনাগ লেইন, আর্মি এম্বাকেশন, বন্দর পোস্ট অফিস, রশিদ ভবন, লোকনাথ, শীল কলোনি, বাংলাবাজার হতে আনু মাঝির ঘাট পর্যন্ত ও আশপাশ এলাকা।
সকাল ৭টা থেকে দুপুর ১টা-মোমিন রোড, জে এম সন হল, রহমতগঞ্জ, ফুলকলি টাওয়ার ও তৎসংলগ্ন এলাকা, বাকলিয়া স্টেডিয়াম সার্কিট ও বাকলিয়া দপ্তরের ১১ কেভি ওয়াসা ফিডারের আওতায় রসুলবাগ, খালপাড়, ডিসি রোড (আংশিক), ফুলতলা, বিএস কলেজ, কেবি আমান রোড (আংশিক), সৈয়দ শাহ রোড, ধনিয়ারপুল, চান মিয়া মুন্সি লেন ও আশপাশ তৎসংলগ্ন এলাকাসমূহ এবং লাভ লেইন, ডিসি হিল, চেরাগী পাহাড়, আজাদী গলি, সিঙ্গার গলি, কথাকলি গলি, রহমতগঞ্জ, মিডটাউন হাউজিং সোসাইটি, এস এলম গলি, ফুলকলি, কুসুমকুমারী স্কুল, শিশুবাগ স্কুল ও আশপাশ এলাকা।
সকাল ৭টা থেকে দুপুর ২টা-নিউমুরিং আওতাধীন বন্দরটিলা মেইন রোড, আশার বাপের বাড়ি, কমিশনার গলি, ব্যাংক কলোনি, কলসী দিঘী রোড, কালু বলির বাড়ি, তিন রাস্তা মোড়, সাইক্লোন সেন্টার, ধুমপাড়া এবং এর গলি-উপগলিসমূহ। সি.ই.পি জেড মোড় হতে বন্দরটিলা বাজারের আগ পর্যন্ত রাস্তার পূর্ব পাশ।
ষোলশহর ৩৩/১১ কেভি, অক্সিজেন ৩৩/১১ কেভি, উপকেন্দ্র ও অনন্যা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতায় ফিডার ষোল-০৩, ০৪, ০৭, ও অক্সিজেন- ১২, ১৪ এবং অনন্যা- ০১ এর আওতাধীন বায়েজিদ শিল্প এলাকা কেডিএস গার্মেস্টস ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম. কে. স্টিল, নাঈম গার্মেন্ট, হাই ফ্যাশন, কেডিএস টেক্সটাইল, কর্ণফুলী, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু বাজার, মাজার গেইট, ভূলিয়া পাড়া, বাথুয়া, গাউছিয়া আ/এ, গ্রীণ ভিউ আ/এ, হামজারখা লেইন, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, দেলোয়ার কোম্পানির বাড়ি, ফকির টিলা, মির্দ্দা পাড়া, মুরাদ নগর, হক ফুড গলি, জাঙ্গাল পাড়া, ভান্ডারী গলি, বড় বাড়ি গলি, এশিয়া ফ্যান ফ্যাক্টরি, অক্সিজেন উপকেন্দ্র হতে রাজা মিয়া মার্কেট, পাহাড়িকা আবাসিক, ভেড়া ফকির, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি মোহাম্মদনগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, পদ্মা প্লাস্টিক, চক্রশো কানন, সুন্নিয়া মাদ্রাসা রোড, হামজারবাগ, সামার হিল, খ্রিস্টান কবরস্থান, অক্সিজেন আ/এ, শহীদনগর, হাজীপাড়া, কামরাবাদ, আতুরারডিপু, বক্স নগর, রুপনগর আ/এ, আশেকান আউলিয়া ডিগ্রি কলেজ, জাহানপুর, সমাদার পাড়া, বনানী এর আশপাশ এলাকা।
সকাল ৭টা থেকে দুপুর ৩টা – রামপুর আওতাধীন গোডাউন বাজার, আর্টিলারি রোড (বিজিবি) ও আশপাশ এলাকা।
সকাল ৮টা থেকে দুপুর ৩টা – বাড়বকুণ্ড আওতাধীন কেমিক্যাল ৩৩ কেভি ফিডারের আওতায় পি. এইচ. পি স্টিল, কমপ্লেক্স এবং রয়েল সিমেন্ট লি.।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা – বিতরণ বিভাগ, পটিয়া: শাহনীপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের অধীন ৩৩ কেভি এহসান স্টিল ফিডার।
সকাল ৮টা থেকে বিকাল ৫টা – খাগড়াছড়ির আওতাধীন হাটহাজারী- নাজিরহাট ৩৩ কেভি লাইন।
সকাল ৬টা থেকে দুপুর ১২টা – রাঙ্গামাটির আওতাধীন ভেদভেদী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি বেতার, কলেজ ও রাজবাড়ি ফিডারের আওতায় রাঙ্গামাটি সেনানিবাস, রাঙ্গামাটি সদর হাসপাতাল, কল্যাণপুর, উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস, ডিসি অফিস, হ্যাপির মোড়, ভেদভেদী বাজার এলাকা, টিটিসি, ম্যাজিস্ট্রেট কলোনি, বন বিহার এলাকা, চম্পক নগর এলাকা, কাটাছড়ি, হ্যাপী আইল্যান্ড, দিঘলীবাগ, দিঘলছড়ি, মোষ মারা, সিও অফিস এলাকা, আমানত বাগ, কলেজ গেইট, মন্ত্রী পাড়া, দক্ষিণ কালিন্দীপুর, দেবাশীষ নগর, রায় বাহাদুর সড়ক, হাসপাতাল এলাকা, হ্যাচারী এলাকা, সুখীনীলগঞ্জ/রাজমণি পাড়া, মুসলিম পাড়া, বাংলাদেশ টেলিভিশন, পাসপোর্ট অফিস, বাংলাদেশ বেতার, আলুটিলা ইত্যাদি এলাকাসমূহ।
‘কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।’
















