নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর থেকে ৮টি পিস্তল, গুলি-ম্যাগজিনসহ ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
গ্রেফতারকৃতরা হলেন‑ আকরুল হোসেন, ইলিয়াস হোসেন, আবদুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান।
সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভারতের তৈরি ৮টি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় সাদা রঙের একটি প্রাইভেট কার।
হাফিজ আক্তার বলেন, গ্রেফতার আকরুল হোসেন যশোরের শার্শা এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। ২০১৪ থেকে এ পর্যন্ত বিভিন্ন এলাকায় সে দুই শতাধিক ভারতে তৈরি পিস্তল বিক্রি করেছে। যারা এসব অস্ত্র কিনেছে তাদের একটি তালিকা পেয়েছি। ডাটাবেজ থেকে পাওয়া তথ্য থেকে আমরা জানতে পেরেছি, সীমান্ত পিলার, সাপের বিষ পাচার, প্রত্নতাত্ত্বিক মূর্তি, ইয়াবা, তক্ষক নিয়ে প্রতারণার সাথে সে জড়িত। এখন পর্যন্ত তার বিরুদ্ধে আটটি মামলার সন্ধান পাওয়া গেছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। উদ্ধারকৃত আটটি অস্ত্র ছাড়াও দুই শতাধিক অস্ত্রের উৎস সম্পর্কে আমরা সন্ধান করবো।
তিনি বলেন, অবৈধ এসব অস্ত্র ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছে এমন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি।
পুলিশের গোয়েন্দা (গুলশান) বিভাগের উপ-কমিশনার মশিউর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান সরদারের তত্ত্বাবধানে এডিসি মাহবুবুল হক সজীবের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
















