নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার থেকে চোরাই মালামালসহ ৪ রোহিঙ্গা কিশোরকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও এফআইএস।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নোয়াখালী এসপি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো.এরশাদ, মো.রফিক, কামাল হোসেন ও ওমর ফারুক।
এসপি শহীদুল ইসলাম জানান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টার সেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৬৩ ক্লাস্টারের সামনে থেকে এপিবিএন সিভিল টিম ও এফআইএস সদস্যরা ৪ রোহিঙ্গাকে মালামালসহ আটক করে।
















