সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজেজম হেসেন এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন তালুকদার এর পরিচালনায় সমিতির বল রুমে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আবু জাফর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুতাবাস এর মিশন উপ প্রধান মিজানুর রহমান, কাউন্সিলার আব্দুল আলিম, কাউন্সিলার লুৎফুন নাহার নাজিম, কাউন্সিলার (ভিসায় পাসপোট) সাইফুল ইসলাম, জনতা ব্যাংকের সিইও আমিনুল হাসান, আবুধাবী বাংলাদেশ স্কুলের সাবেক অধ্যক্ষ মীর আনিসুল হাসান।
শওকত আকবর, বত্তব্য রাখেন প্রকৌশলী আশীষ বডুয়া, সামশুল হক মিজান, জাকির হোসেন জসিম, মঈন ঊদ্দিন, সৈয়দ লুৎফর রহমান, মাহাবুব খন্দকার , পিয়াংকা শারমীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
















