চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একদিনের টিকাদান কর্মসূচিতে ২৬’শ নারী পুরুষ সিনোফার্ম টিকা নেওয়ার সুযোগ পেয়েছেন।
উপজেলা প্রশাসন ও পটিয়া স্বাস্থ্যবিভাগ ১লা আগস্ট রিভারভিউ কমিউনিটি সেন্টারে বিকাল পর্যন্ত নিবন্ধিত ব্যক্তিদের সিনোফার্ম টিকা প্রদান করেন।
কর্ণফুলীর এই অস্থায়ী টিকা কেন্দ্রে উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষের উপচেপড়া ভিড় দেখা যায়। এতে গাদাগাদি ভাবে লাইনে দাড়িয়ে ঝুঁকি নিয়ে অনেকে টিকা নিতে বাধ্য হয়েছেন।
নারী পুরুষের জন্য আলাদা বুথ তৈরি করা হলেও ছিলো নারীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা। স্বাস্থ্যবিধিরও বালাই ছিল না। তবুও এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
অনেকেই আবার অব্যবস্থাপনায় টিকা দেয়া হচ্ছে সমালোচনাও করেছেন স্যোশাল মিডিয়ায়। অবশ্য এমন পরিস্থিতিতে পরিবেশ ও স্বাস্থ্যবিধি মানাও কঠিন ছিলো বলে অনেকেই মন্তব্য করেছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, কর্ণফুলীতে আজ সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পযন্ত সরকারি বিধিনিষেধ মেনে নিবন্ধিত ২ হাজার ৬০০ মানুষকে সিনোফার্ম টিকা দিতে পেরেছি। যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ রয়েছেন।’
তিনি আরো বলেন, আগামী ৭ তারিখ থেকে ইউনিয়ন ভিত্তিক টিকা গ্রহণ করা হবে। আশাকরি সেসময়ে কর্ণফুলীর সকলের মাঝে টিকে পৌঁছে যাবে। টিকা গ্রহণের সময় আমাদের সার্বিক সহায়তা করছেন উপজেলা প্রশাসন ও কর্ণফুলী থানা পুলিশ।’
ইউএনও শাহিনা সুলতানা জানান, কর্ণফুলীতে বিধি নিষেধ মেনে লাইনে দাড়িয়ে ২৬’শ নারী পুরুষ ভ্যাকসিন নিয়েছেন। আগামী সপ্তাহ থেকে ইউনিয়ন পর্যায়ে দেয়া হবে।’
















