শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এবং এই মাসের পালনীয় দিবসগুলো কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচী ও নির্দেশনা অনুযায়ী কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালনের জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত শুক্রবার রাতে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদক মন্ডলীর সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী, ৮আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালনে বিস্তারিত কর্মসূচী চূড়ান্ত করা হয়।
দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদক মন্ডলীর সভায় সভাপতির বক্তব্যে আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, শোকাবহ আগস্ট মাস শোককে শক্তিতে পরিণত করে সাহস সঞ্চয়ের উৎস। কখনো কখনো এমন কোন ব্যক্তির মৃত্যু দিবস উৎসবময় পরিবেশে উৎযাপিত হয় যারা ইতিহাসের অংশ হয়ে চিরঞ্জীব হয়ে থাকেন।
বঙ্গবন্ধু তেমনই একটি মৃত্যুহীন চিরঞ্জীব প্রাণ। তাই শাহাদাৎ বার্ষিকী শুধুমাত্র শোকের নয়, জাতিসত্তার অস্তিত্ব ও বিকাশকে উন্মোচিত করে উদযাপন করার দিন। তিনি আরও বলেন, এই শোকাবহ আগস্ট মাস কভিড-১৯এর সংক্রমণের সনাক্ত ও মৃত্যুর হার উর্ধ্বগতি হলেও পরিস্থিতি মোকাবেলায় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সাহস ও প্রেরণা খুঁজে পেয়েছি।
এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার চাকাকে সচল রেখে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন এবং প্রত্যেকের জন্য করোনা প্রতিষেধক টিকা প্রয়োগ নিশ্চিত করে করোনা অতিমারি সংকট উত্তোরণে জাতিকে শুভ বার্তা দিয়েছেন। তাই আগস্ট মাসে জাতীয় শোক দিবসসহ অন্যান্য পালনীয় দিবসগুলো কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন ও উদযাপন সীমিত পরিসরে আয়োজন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা আমাদেরকে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে।
জাতীয় শোক দিবস ও অন্যান্য পালনীয় দিবসগুলো নিম্নরূপ: ৫আগস্ট শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মসজিদে সকাল ৯টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। ৮আগস্ট রবিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মসজিদে সকাল ৯টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে জাতীয় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন মসজিদে সকাল ৯টায় খতমে কোরআন ও দোয়া মাহফিল, সকাল ১০টায় হালিশহরের বড়পোলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, বেলা ১২টায় করোনায় আক্রান্ত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, এতিমখানা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনালে হাসপাতাল, শাহ আমানতশাহ দরবারসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে খাদ্য বিতরণ করা হবে।
১৭আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে সকাল ১০টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা। ২০০৪ সালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিএনপি-জামাত জোটের ঐক্য জোটের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলায় নিহত মহিলা নেত্রী বেগম আইভি রহমানসহ ২৪জন নিহতদের স্মরণে খতমে কোরআন ও মিলাদ-মাহফিল মুছাফিরখানা জামে মসজিদে সকাল ৯টা এবং সকাল ১১টায় থিয়েটার ইনস্টিটিউট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও সুরক্ষা বজায় রেখে এছাড়া উপরোল্লিখত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কর্মসূচীর সাথে সমন্বয় রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে নগরীর প্রতিটি থানা, ওয়ার্ডে খতমে কোরআন, দোয়া-মাহফিল ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সম্প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ হাজী মোঃ হোসেন, শিল্প ও বাণিজ্য মাহবুবুল হক মিয়া, শ্রম আব্দুল আহাদ, সাংস্কৃতিক আবু তাহের, উপ-প্রচার শহিদুল আলম প্রমুখ।
সভার শুরুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থ পরিকল্পনা সম্পাদক, সাবেক ডেপুটি স্পীকার, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১মিনিট নিরবতা পালন করা হয়।
















