চলমান লকডাউনে পরিবহণ সংকটে পতেঙ্গা এলাকার রোগীদের যাতায়াতের সুবিধার্থে রাত দিন ২৪ ঘন্টা ব্যাপী পরিবহণ সেবা চালু করেছেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ।
আজ শুক্রবার থেকে পতেঙ্গা এলাকার বাসিন্দারা বিনামূল্যে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
পোশাক শ্রমিক অধ্যুষিত এই এলাকায় সাধারণ মানুষেরা অসুস্থ রোগীদের হাসপাতালে স্থানান্তর করতে নানা বিড়ম্বনার শিকার হন। তাদের কথা চিন্তা করেই মূলত এই সেবা চালু করা হয়েছে।
০১৮৫৫৫৩৫৮৯৬ নাম্বারে যোগাযোগ করলেই সাধারণের দোরগোড়ায় পৌছে যাবে এই সেবা।
আনুষ্ঠানিক উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন নয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ আকিব, থানা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম, আবিদ, ফারহান আশফিন রাতুল, মাহিন ইবনে রশিদ, কাজী মোহাম্মদ ওমর সাইদ, অরুপ দাশ তমাল।
















