চট্টগ্রাম নগরের বায়েজিদে আঘাতপ্রাপ্ত এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে বায়েজিদ থানার শীতল ঝর্ণা আবাসিক এলাকার স্টার হাউজিং সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান।
নিহত নিরাপত্তা প্রহরী মো. জহির উদ্দিন (৬৮) তিনি চকরিয়ার হারবাংয়ের কাশেম বাড়ির মৃত এলাদাত মিয়ার ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করেছি। এখনো নিশ্চিত নই এটি হত্যাকাণ্ড কি না । তবে মরদেহের মাথায় একটি জখম পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আরও নিশ্চিত হওয়া যাবে।’
















