সীতাকুণ্ডে পৌরসদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট, ইউএনও মোঃ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হাসান,সেনাবাহিনী,বিজিবি ও আনসার সদস্য গন। সরেজমিনে দেখা যায় কিছু প্রাইভেট কার কারন ছাড়া রাস্তায় বের হওয়া ছাড়াও ৩ টার পর কিছু কিছু দোকান খোলা রাখার কারণে এবং যুক্তিযুক্ত কোন কারন ছাড়া রাস্তায় বের হওয়ার কারণে সাধারণ পাবলিককে জরিমানা করা হয়েছে।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ শাহাদাত হোসেন বলেন, ‘ বিভিন্ন অপরাধে আজ বুধবার বিকেলে অভিযান চালিয়ে ৬টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।লকডাউন কার্যকরে জনগণকে সচেতনতার লক্ষ্যে এধরনের অভিযান অব্যাহত থাকবে।’
















