বাংলাদেশের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ রজবীয়া ইসলমিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খুল মাশায়েক হযরতুল আল্লামা মুফতি মাওলানা ইদ্রিস রজবীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুতুবশরীফ দরবারের যুগ্ম পরিচালক শাহাজাদা আবদুল করিম আল-কুতুবী।
মঙ্গলবার (২৭ জুলাই) এক শোক বার্তায় শাহাজাদা আবদুল করিম আল-কুতুবী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লামা মুফতি মাওলানা ইদ্রিস রজবী আজ আসরের আজানের সময় চট্টগ্রাম নগরীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৮ বছর।
আগামীকাল বুধবার সকাল ১১ টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
















