চট্টগ্রামের হাটহাজারীতে কঠোর লকডাউন অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান।
রোববার (২৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন তিনি।
এ সময় অহেতুক ঘোরাঘুরি, লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি পালন না করে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে আছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বিনা প্রয়োজনে স্বাস্থ্যবিধি অমান্য করে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা আদায়ের পাশাপাশি সতর্ক করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান চলমান থাকবে।
















