আনোয়ারায় বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিটের ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহেদা বেগম নামে এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বসতঘর ভস্মিভূত হয়েছে ।
অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা ।
শুক্রবার(১৬ জুলাই) রাত ৩ টায় উপজেলার
৩ নং রায়পুর ইউনিয়নে ২নং ওয়ার্ড দক্ষিণ পরুয়াপাড়া জাহেদ তালুকদারের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
পরে স্থানীয়রা সহযোগিতায় এগিয়ে এলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য জাহেদ বেগম জানান, শুক্রবার ভোররাত ৩ টায় বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে আমরা পরিবারের সদস্যরা কোন মতে প্রাণ নিয়ে ঘর থেকে বের হই। আগুনে নগদ ১ লাখ ১২ হাজার টাকাসহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ সৈকত জানান, রায়পুর ইউনিয়নে ইউপি সদস্যের বাড়ীতে অগ্নিকান্ডের বিষয়ে আমাদের কাছে কোন ফোন আসেনি। কোন তথ্য পাওয়া যায়নি।
















