কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল রবিবার সকালে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই খেলার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। তবে এই খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারের চকরিয়ায় ইতিমধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এজন্য খেলার আগমুহূর্তে চট্টগ্রামের পটিয়ায় বিরাজ করছে টানটান উত্তেজনা। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (১০ জুলাই) পটিয়া থানা পুলিশের ফেসবুক পেইজে পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার লিখেন, ‘১১ জুলাই সকাল ৬টায় কোপা আমেরিকা ফুটবলের ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, উম্মাদনা নয়, আসুন আমরা সুন্দরভাবে খেলা উপভোগ করি। সমর্থনের নামে কাউকে হেয়/টিজ/বাজী কিংবা ফেসবুকে অপমানজনক কিছু লেখা থেকে বিরত থাকুন, এহেন কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিপন্থী। কেউ যদি এ ধরনের অপরাধে সাথে জড়িত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, উপজেলার সবকটি গুরুত্বপূর্ণ স্থানে রবিবার ভোর থেকে মাঠে থাকবে পুলিশের টিম। কেউ যেন খেলাকে কেন্দ্র করে উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক থাকবে। খেলা চলাকালীন এবং পরবর্তী সময়ে সব ধরনের বিজয় মিছিল এবং পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।